| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন লালবাগ জামিয়ায় শীর্ষ আলেমগণের গুরুত্বপূর্ণ পরামর্শ সভা চলছে


লালবাগ জামিয়ায় শীর্ষ আলেমগণের গুরুত্বপূর্ণ পরামর্শ সভা চলছে


রহমত ডেস্ক     08 September, 2022     03:36 PM    


রাজধানীর জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগে সৌদি আরবের সাথে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ রাখা নিয়ে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা চলছে। 

লালবাগ জামিয়ার মুহাদ্দিস ও মজলিসে শুরার সদর মাওলানা হাবিবুর রহমানের (হাজী সাহেব হুজুর) সভাপতিত্বে উপস্থিত আছেন, লালবাগ জামিয়ার মুহতামিম মাওলানা মুহিব্বুল্লাহ, মুঈনে মুহতামিম মুফতী ফয়জুল্লাহ, শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতী মিজানুর রহমান সাঈদ, জামিয়া ইদারাতুল ঊলূম আফতাবনগরের মুহতামিম মুফতী মুহাম্মাদ আলী, জামিয়াতুস সুন্নাহর মুহতামিম মুফতী নিয়ামতুল্লাহ ফরিদী, বরেণ্য লেখক ও সাংবাদিক মুফতী উবায়দুর রহমান খান নদভী, মুফতী ইয়াহইয়া, জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ার হাফিজ মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ গহরপুরী, মুফতী সাখাওয়াত হোসাইন আজিমপুর, মুফতী সাইফুল ইসলাম মাদানী, মাওলানা আলতাফ হোসাইন, মুফতী সোহরাব হোসাইন সহ অন্যান্য শীর্ষ ওলামায়ে কেরাম। এছাড়াও আরো শীর্ষ আলেমগণ উপস্থিত থাকবেন।